নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২১
০৬:০৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২১
০৬:০৯ পূর্বাহ্ন
নগরের সুবিদবাজার এলাকায় ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সাব্বির আহমদ (২০) নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করছেন শাবির শিক্ষার্থীরা। বুধবার (৫ মে) দিবাগত রাত সাড়ে এগারোটার পর তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফকটের সামনের রাস্তায় সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ চালাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের সুবিদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিছন থেকে একটি ট্রাক সামনে থাকা সাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাব্বির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে নিচে পড়ে যান। মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত সাব্বির শাবির রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নড়াইল বলে জানা গেছে। এঘটনায় ট্রাক চালক ও ট্রাককে আটক করেছে পুলিশ। এঘটনার পরে রাত সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের রাস্তা সিলেট-সুনামগঞ্জ সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।
বিষয়টি নিশ্চিত করে রাত ১২টার দিকে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান সিলেট মিররকে বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। তবে আমরা সড়কের দুইপাশের গাড়ি চলাচলে ব্যবস্থা করে দিচ্ছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের সরিয়ে নিতে চেষ্টা করছি।’
এনএইচ/বিএ-০১