সিলেট মিরর ডেস্ক
মে ০৬, ২০২১
০৫:০৭ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২১
১০:২৬ অপরাহ্ন
অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে তার ভাই শামীম ইস্কান্দার লিখিত আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় গেছেন।
আজ বুধবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে খালেদা জিয়ার ভাই শামাীম ইস্কান্দর খালেদা জিয়ার চিকৎসার জন্য বিদেশ পাঠানোর জন্য আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন। পরে সেটি রাতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিবের কাছে দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে বুধবার রাতেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি সরকার পজিটিভলি দেখছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
আরসি-১৪