প্রশাসনের অভিযান, শুকরিয়া মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক


মে ০৬, ২০২১
০৪:৪৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৬, ২০২১
০৫:২৪ পূর্বাহ্ন



প্রশাসনের অভিযান, শুকরিয়া মার্কেট বন্ধ

সিলেট জেলা প্রশাসনের অভিযানে নগরের শুকরিয়া মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে পরও মার্কেট খোলা রাখায় এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেট মিররকে বলেন, ‘৮টা পর্যন্ত মার্কেট খোলা রাখতে সরকারের নির্দেশনা আছে। তবে মার্কেটটি ৮ টার পরও খোলা ছিল। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব এ অভিযান পরিচালিত হয়।’

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম সিলেট মিররকে বলেন, ‘স্বাস্থ্যবিধি না মানায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কয়েক জনকে জরিমানাও করা হয়েছে।’

এনএইচ/বিএ-০৫