গোয়াইনঘাট প্রতিনিধি
মে ০৬, ২০২১
০৪:২৯ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২১
০৪:২৯ পূর্বাহ্ন
সিলেটের গোয়াইনঘাট থানার হত্যা মামলার অন্যতম আসামি নজির আহমদ খোকনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছদ্মবেশ ধারণ ও তথ্য গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বুধবার (৫ মে) ভোর রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম আলমের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করেন গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা।
গত ৯ এপ্রিল সিলেটের গোয়াইনঘাটে বর্গাচাষের জমির ধান ভাগাভাগি নিয়ে সংঘর্ষে নিহত হন উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জাতুগ্রামের মকদ্দছ আলীর ছেলে ময়না মিয়া (হাক্কু)। ওই ঘটনায় গোয়াইনঘাট থানায় দায়েরকৃত হত্যা মামলার অন্যতম আসামি নজির আহমদ খোকন। খোকন জাতুগ্রাম গ্রামের আব্দুল মালিকের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, গোয়াইনঘাট থানার আলোচিত ময়না মিয়া হাক্কু হত্যা মামলার অন্যতম আসামি নজির আহমদ খোকনকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে গোয়াইনঘাট থানার পুলিশ। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশ ধারণ ও তথ্য গোপন করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বুধবার ভোর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এমএম/আরআর-০৯