ওসমানীনগর প্রতিনিধি
মে ০৬, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০৬, ২০২১
০৪:০৪ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিকের কাছে আর্থিক সাহায্যের জন্য এসেছিলেন দুর্ঘটনায় পা হারানো যুবক আবুল কালাম। ওসি আবুল কালামের সম্পর্কে জেনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাটি ক্রয় করে ওই যুবকের হাতে তুলে দিয়েছেন। বুধবার (৫ মে) অটোরিকশাটি যুবকের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত নায়েব আলীর ছেলে মো. আবুল কালাম মিয়া ঢাকার একটি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন। প্রায় ৫ বছর আগে সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে চাকরি চলে যায় তার। ফলে অসুস্থ মা, দৃষ্টি প্রতিবন্ধী বোন, স্ত্রী ও এক শিশুসন্তানকে নিয়ে বিপাকে পড়েন তিনি। এরপর থেকে বিভিন্নজনের কাছে হাত পেতে সংসার চালাচ্ছেন তিনি।
কয়েকদিন আগে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিকের কাছে সাহায্য চাইতে আসেন কালাম। ওসি তার আর্থিক অনটনের কথা জেনে কলেজ জীবনের বন্ধুদের সমন্বয়ে গঠিত ‘ফ্রেন্ড অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া’র সহযোগিতা নেন। ওই সংগঠনের সহায়তায় এবং ওসি শ্যামল বণিক, তার সহপাঠী মো. আবদুল মতিন ও সৈয়দ জুবায়ের আহমেদের আর্থিক অনুদানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত অটোরিকশা ক্রয় করে ওই যুবকের হাতে তুলে দেওয়া হয়।
যুবক আবুল কালাম মিয়া বলেন, কয়েকদিন আগে ওসি শ্যামল বণিক স্যারের কাছে আর্থিক সহায়তা চাইতে গিয়েছিলাম। সেদিন তিনি আমার কাছে জানতে চেয়েছিলেন, কী করে দিলে মানুষের কাছে সাহায্য চাইতে হবে না। আমি মাথা নিচু করে বলেছিলাম, একটা অটোরিকশা হলে ভালো হয়। আজ (বুধবার) তার মাধ্যমে অটোরিকশা পেয়ে কতটুকু উপকৃত হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, কালাম একজন স্মার্ট ছেলে এবং ভালো বেতনে চাকরি করতেন। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়ে পা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। কিছুদিন পূর্বে তিনি আমার অফিসে সাহায্য চাইতে আসেন। একটি অটোরিকশা পেলে তাকে আর কারও কাছে সাহায্য চাইতে হবে না জেনে কলেজ জীবনের ১৭ জন বন্ধুকে নিয়ে গড়ে তোলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাকে একটি অটোরিকশা দিতে পেরে আনন্দবোধ করছি।
ইউডি/আরআর-০৮