গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ০৪, ২০২১
০৫:৫৭ পূর্বাহ্ন
আপডেট : মে ০৪, ২০২১
০৬:০০ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজারের ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যার ঘটনায় রায়হান আহমদ অনিক (২০) নামের আরো এক যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (৩ মে) ভোরে সিলেট নগরের শিবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। রায়হান আহমদ অনিক বিশ্বনাথ উপজেলার বাহারা দুভাগ গ্রামের আহম্মদ আলীর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাজমুল হাসান।
তিনি জানান, শাহিন হত্যার সাথে জড়িত গ্রেপ্তারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে রায়হানকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ মামলায় মোট ১৩ জনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ রাতে ঢাকা থেকে তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিফর গ্রামে যাওয়ার সময় গ্রামের রাস্তায় সন্ত্রাসীরা উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে খুন করে পালিয়ে যায়। এঘটনায় শাহীনের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা(নম্বর-২৮) করেন।
আরসি-০৪