নিজস্ব প্রতিবেদক
মে ০৪, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৪, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন
বিদেশি রিভলবার, গুলি ও হেরোইনসহ সিলেট নগর যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির (৪১)কে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুটি গুলি ও হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে ও সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য।
সোমবার (৩ মে) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে রবিবার (২ মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, জাকির শীর্ষ সন্ত্রাসী। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশি রিভলবার, দুটি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
বিএ-০৯