নিজস্ব প্রতিবেদক
মে ০৩, ২০২১
০৮:৪৩ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২১
১০:৩১ পূর্বাহ্ন
সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় ২০ ঘন্টারও কম সময়ের ব্যবধানে ট্রাকচাপায় আরও তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।
রবিবার (২ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দরবস্ত বাজারে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, একটি ইট বুঝাই ট্রাক জাফলং যাওয়ার পথে দরবস্ত বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গ্যারেজে ঢুকে পড়ে। এতে গ্যারেজের মেকানিকসহ সেখানে বসা অপর দুইজনসহ মোট ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) পার্থ রঞ্জন চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এর আগে একই দিন (রবিবার) সকাল সাড়ে ৬টার দিকে এই সড়কেই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ জন নিহত হন।
আরআর/বিএ-০১