ফেঞ্চুগঞ্জে ২০টি পরিবার পেল আর্থিক অনুদান

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


মে ০৩, ২০২১
০৫:০৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৩, ২০২১
০৫:০৮ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে ২০টি পরিবার পেল আর্থিক অনুদান

সিলেটের ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ ও সিলেট মিডিয়া কর্পোরেশনের পক্ষ থেকে উপজেলার ২০টি দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৩ মে) বেলা ২টায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে এ অনুদান প্রদান করা হয়।

উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ বাংলাদেশের সম্বনয়ক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট মিডিয়ার সমন্বয়ক সমাজকর্মী রোকনুজ্জামান চৌধুরীর সঞ্চালণায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ বার্তার সম্পাদক মামুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিলেট মিডিয়ার উপদেষ্টা সমন্বয়ক সিরাজুল ইসলাম সাজুল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু, ফেঞ্চুগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য বদরুল আমিন, শহীদ আহমদ চৌধুরী প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্চ প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমান বাবুল, আর কে দাস চয়ন, ফেঞ্চুগঞ্জ বার্তার ফটোগ্রাফার বাবুল হোসেন, কবি আব্দুর রহমান প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো ইব্রাহিম আহমদ। অনুষ্ঠান শেষে ২০টি পরিবারকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

 

এসএ/আরআর-০৫