নিজস্ব প্রতিবেদক
মে ০২, ২০২১
০৭:০৫ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২১
১১:৪৮ পূর্বাহ্ন
সিলেট-তামাবিল সড়কের শিবগঞ্জে মধ্যরাতে পানির জন্য রাস্তা অবরোধ করেছে স্থানীয়রা। শনিবার (১ মে) রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ ফরহাদ খাঁ পুলের সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন। এসময় তারা বিভিন্ন শুকনো বস্তু দিয়ে রাস্তার মধ্যখানে আগুন ধরিয়ে দেন।
জানা যায়, রবিবার সারাদিন নগরের পশ্চিম সোনারপাড়া এলাকায় বন্ধ রয়েছে পানি সরবরাহ। পানি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন এ এলাকার মানুষ। দীর্ঘ এ ভোগান্তিতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন।
তবে বিক্ষোভকারীদের দাবি, পানি সরবরাহ বন্ধ থাকার অভিযোগ বেশ পুরনো। গত কয়েকদিন থেকেই এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক নয়।
আজ শনিবার (১ মে) দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এসময় নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। রাস্তা অবরোধের ফলে রাস্তার দু-পাশে বেশ কিছু পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়তে দেখা যায়। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা থেকের সরানোর চেষ্টা করছে।
এদিকে সিসিক সূত্রে জানা গেছে, নগরে সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পানি সরবরাহ নিশ্চিত করা যায়নি। তবে রাতের মধ্যেই ওই এলাকায় পানি সরবরাহ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। তিনি সিলেট মিররকে বলেন, 'পানির জন্য স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের বুঝিয়ে আমরা অবরোধ তোলার চেষ্টা করছি।'
সিসিকের বরাত দিয়ে তিনি বলেন, 'সিসিক জানিয়েছে দিনে ৬ ঘন্টা বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ করা যায়নি। তবে আজ রাত (রবিবার) ২টার মধ্যে পানি সরবরাহ করা হবে।
এনএইচ/বিএ-০১