বিশ্বনাথে রাস্তা নিয়ে সংঘর্ষ, গুলিতে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক


মে ০২, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন



বিশ্বনাথে রাস্তা নিয়ে সংঘর্ষ, গুলিতে স্কুলছাত্র নিহত

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে একটি রাস্তা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গুলিতে সুমেল আহমদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় মানিক মিয়া (৪৫) নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত সুমেল ওই গ্রামের বাসিন্দা। সে দশম শ্রেণির ছাত্র। 

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতও হয়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সূত্র জানায়, ওই রাস্তা নিয়ে চৈতন্যনগর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার বিকেলে আগ্নেয়াস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং ব্যাপক গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে সুমেল আহমদ, মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর সুমেল মারা যান।

বিএ-০৭