জকিগঞ্জে ইউনিভার্সাল ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি


মে ০২, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন



জকিগঞ্জে ইউনিভার্সাল ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

জকিগঞ্জে ইউনিভার্সাল রিলিফ ট্রাস্টের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার রতনগঞ্জ এলাকায় যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে মানিকপুর ও কাজলসার ইউনিয়নের প্রায় দেড় শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চানা, পিয়াজ, তেল, খেজুর।

এ উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্টানে উপস্থিত ছিলেন সমাজসেবী চেরাগ আলী, বিশিষ্ট মুরব্বী ইলাস আলী, সমাজসেবী ফয়সল আহমদ, হোসাইন পাপলু প্রমূখ। অতিথিবৃন্দ বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা দেশের মানুষের যে কোন ক্লান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়ান। তাদের উদ্যোগগুলো সবসময়ই মহতী। প্রবাসীদের মত সমাজের অন্য বিত্তশালীরাও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান। 

এএইচটি/বিএ-০৪