সিলেট মিরর ডেস্ক
মে ০১, ২০২১
০৯:২২ অপরাহ্ন
আপডেট : মে ০১, ২০২১
০৯:২২ অপরাহ্ন
পবিত্র রমজান মাস ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভোক্তা অধিকার বিশেষ সেবা সপ্তাহ’র ২য় দিনে সিলেট নগরে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১ মে) নগরের কাজীর বাজার এলাকায় সচেতনতামূলক পথসভা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট।
অধিদপ্তরের উপপরিচালক মো. ফখরুলর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় অধিধপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী, বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সাধারণ ভোক্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্যবিধি মেনে কেনা-বেঁচা করা, মূল্য তালিকা প্রদর্শন করা, অতিরিক্ত মূল্য আদায় না করা, ওজনে কারচুপি না করাসহ ভোক্তাদের সাথে প্রতারণা না করার জন্য ববসায়ীদের বিশেষভাবে অনুরোধ করা হয়। পথসভা শেষে উপস্থিত জনসাধরণের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অধিদপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও একইদিনে নগরের মিরাবাজার, শিবগঞ্জ, টিলাগড়, মেঝরটিলা, শাহপরাণ ও পীরেরবাজার এলাকায় সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করে অধিদপ্তর।
আরসি-০৭