বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, মেজরটিলা থেকে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


মে ০১, ২০২১
০৫:৪০ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২১
০৫:৪০ পূর্বাহ্ন



বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, মেজরটিলা থেকে যুবক গ্রেপ্তার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে মো. সায়েম আহম্মেদ (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বেলা দেড়টার দিকে শহরতলীর মেজরটিলা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব-৯) একটি দল।

সায়েম সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মেজরটিলা পয়েন্টস্থ মালুয়া হাউজ (বাসা নং-৭)-এ ভাড়া থাকেন।

র‌্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে লাইভ ভিডিও প্রকাশ করেন মো. সায়েম আহম্মেদ। এ ঘটনায় মো. কামরুল ইসলাম ফারুকী মিন্টু (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে জকিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন; যার নম্বর ৩৩/৪, জকিগঞ্জ থানা।

এ মামলার পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯ এর একটি দল মেজরটিলা পয়েন্ট থেকে সায়েমকে আটক করেছ তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএইচ/বিএ-১০