করোনায় মারা গেলেন বিএনপি নেতা জাহেদ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ৩০, ২০২১
১১:৪৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
১১:৪৭ অপরাহ্ন



করোনায় মারা গেলেন বিএনপি নেতা জাহেদ

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ফয়জুর রহমান চৌধুরী জাহেদ।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.টি.এম ফয়েজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিন আগে তিনি করোনাক্রান্ত হন। তাদের পুরো পরিবারই এসময় করোনাক্রান্ত হয়েছিলেন। এছাড়া বার্ধক্যজনিত রোগও ছিল দীর্ঘদিন ধরে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুয়ারপার খেলার মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

আরসি-১১