ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২১
০৯:৫০ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২১
০৬:০৪ পূর্বাহ্ন



ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত  হয়েছেন। 

আজ শুক্রবার (৩০ এপ্রিল) ভোর ৬ টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কে দয়ামীরের চক আতাউল্লা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ২ জনের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর চক আতাউল্লা নামক স্থানে সিলেটগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট ২২-৭০১২) সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো শ ১১-২২৬৪) মুখোমুখি সংঘর্ষ হলে ২ জন ঘটনা স্থলেই নিহত হন। নিহতদের একজন সিলেটগামী বাসের চালক।

তামাবিল হাইওয়ে পুলিশের এসআই আমির হোসেন বলেন, ‘সিলেটগামী ট্রাকটি বগুড়া থেকে সিলেট আসছিলো। সেখানে খবর পাঠানো হয়েছে। বগুড়া থেকে লোক এসে লাশের পরিচয় শনাক্ত করবে। নিহতদের দুজনের একজন ট্রাক চালক এবং অন্যজন হেলপার হতে পারে বলে আমরা ধারণা করছি।’ 

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক বলেন, ‘২ জনের লাশ উদ্ধার করে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। 

নিহতরা হলেন- সিলেটগামী ট্রাকের চালক হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার আরশ আলী (৪২) ও একই ট্রাকের হেলপার শাহজাহান মিয়া (৫৪)। এ ঘটনায় ঢাকাগামী ট্রাকের চালক ও হেলপারও গুরুতর আহত হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ, তাজপুর ফায়ার সার্ভিস ও ওসমানীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে।

তামাবিল হাইয়ে পুলিশের এসআই আমির হোসেন বলেন, 'সিলেটগামী ট্রাকটি বগুড়া থেকে সিলেটে আসছিল। নিহত দুইজনের মধ্যে একজন ট্রাকচালক এবং অন্যজন একই ট্রাকের হেলপার। আহত অন্য দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।'  

ইউডি/বি এন-০২