অবশেষে সংস্কার হচ্ছে আম্বরখানা-চৌহাট্টা সড়ক

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ৩০, ২০২১
১১:২০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
১১:১৫ অপরাহ্ন



অবশেষে সংস্কার হচ্ছে আম্বরখানা-চৌহাট্টা সড়ক

সিলেট নগরের আম্বরখানা-চৌহাট্টা সড়ক সম্প্রসারণ শে‌ষে  সংস্কার কাজ শেষ হতে চলেছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয়ে আজ শুক্রবার (৩০ এপ্রিল) ভোররাত পর্যন্ত চলছে সড়কের কার্পেটিংয়ের কাজ।  

শুক্রবার (৩০ এপ্রিল) ভোররাতে স‌রেজ‌মিন দেখা গেছে, আম্বরখানা থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কের সম্প্রসারণ শেষে কার্পেটিংয়ের কাজ চল‌ছে। মূলত দুই লে‌নের সড়‌কের পূর্ব পাশে কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হ‌য়ে‌ছে। সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হলে দীর্ঘদিন ধরে সংস্কারের নামে চলা দুর্ভোগের অবসান হবে বলে মনে করছেন এ সড়কে চলাচল করা পথচারীরা।   

নগরের খাসদবীর এলাকার বাসিন্দা আল আমিন হক বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে অফিসের কাজে কয়েকবার যাতায়াত করতে হয়। রাস্তার সংস্কার কাজ চলায় এতদিন কংক্রিট ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাই রিকশায় করে যাওয়ার সময় ঝক্কি পোহাতে হত। এছাড়া মোটর সাইকেল নিয়ে চলতেও অনেক সময় বেকায়দায় পড়তে হয়েছে। তাই অবশেষে সড়কটি সংস্কার হওয়ায় আমরা দারুণ খুশি।

আম্বরখানা-চৌহাট্টা সড়কের পূর্ব পাশের সংস্কার কাজ  শেষের দৃশ্য। ছবিটি আজ শুক্রবার (৩০ জুলাই) বিকেলের।

একইভাবে উচ্ছাস প্রকাশ করেন রাইড শেয়ারার মামুন আহমেদ। তিনি বলেন, মোটরসাইকেলে অনেক সময় রাতে যাত্রী সেবা দিয়ে থাকি। এই সড়কে কংক্রিট ছড়িয়ে ছিটিয়ে থাকায় কয়েকদিন দুর্ঘটনার শিকার হয়েছি। অবশেষে কার্পেটিংয়ের কাজ শুরু হওয়ায় এই দুর্ভোগের অবসান হতে চলেছে। 

এই বিষয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট মিররকে বলেন, আম্বরখানা-চৌহাট্টা সড়কের সংস্কার কাজ শেষ পর্যায়ে। সড়ক সম্প্রাসরণের পর এখন কার্পেটিংয়ের কাজ চলছে। বাকি কাজগুলোও দ্রুত সম্পন্নের চেষ্টা চলছে। এই কাজের মাধ্যমে আম্বরখানা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত সড়কের সংস্কার কাজ সম্পন্ন হবে। 

আরসি-০৩