ফেঞ্চুগঞ্জে সাংবাদিকের ভাইয়ের মৃত্যু, প্রেসক্লাবের শোক

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২১
০৫:৩৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০৫:৩৪ পূর্বাহ্ন



ফেঞ্চুগঞ্জে সাংবাদিকের ভাইয়ের মৃত্যু, প্রেসক্লাবের শোক

মঈন উদ্দিন

সিলেটের ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইসকার ছোট ভাই ও সাংবাদিক ফরিদ উদ্দিনের বড় ভাই মঈন উদ্দিন আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ২টায় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ১০টায় মরহুমের নিজ গ্রাম মল্লিকপুরের জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

সাংবাদিক রিয়াজ উদ্দিন ইসকার ভাই মঈন উদ্দিনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, সদস্য দেলোয়ার হোসেন পাপ্পু, বদরুল আমিন, শহীদ আহমদ চৌধুরী, আব্দুর রহমান বাবুল, আর কে দাস চয়ন, রুমেল আলী ও মোস্তাফিজুর রহমান কিনেল। এক শোকবার্তায় তারা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

 

এসএ/আরআর-১১