বিয়ানীবাজার প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২১
০৪:০২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০৪:০২ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (২৮ এপ্রিল) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একটি বস্তি থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে বিয়ানীবাজার থানার পুলিশ। তাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে বিয়ানীবাজারের জলঢুপ পাড়িবহর এলাকার সিরাজ উদ্দিনের পুত্র জায়েদ আহমদকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গ্রেপ্তার জায়েদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর ধরে ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জায়েদের। এরপর তাদের প্রেমের কথা পরিবারের সদস্যরা জানলে পারিবারিকভাবে তাদের প্রেমে বাধা দেওয়া হয়। পারিবারিক শালিসের মাধ্যমে দ'জনকে প্রেম থেকে বিরত থাকার কথা বলা হয়।
এরপর হঠাৎ একদিন জায়েদ ওই স্কুলছাত্রীকে তার বাড়ির সামনে আসতে বলে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার একটি বস্তিতে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন জায়েদ। অপহরণের পর মেয়েটির বাবা বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করলে গতকাল বুধবার বিয়ানীবাজার থানার পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং জায়েদকে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, 'গ্রেপ্তারকৃত জায়েদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর স্কুলছাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।'
এসএ/আরআর-০৬