করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : গোলাপগঞ্জে জেলা প্রশাসক

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন



করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : গোলাপগঞ্জে জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমাদাদুল ইসলাম বলেছেন, জনগণকে করোনার সংক্রমণ থেকে রক্ষা করার জন্য লকডাউনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সরকারের নানামুখী পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভারতে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। করোনা নিয়ন্ত্রণে সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দায়িত্ব হলো সরকারের সিদ্ধান্তগুলো যথাযথভাবে মেনে চলা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ২টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেওয়া নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা জামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, নারী ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবা কর্মকর্তা নুরুল হক ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, সৈয়দ স্বপন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক আবিদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ৫০ জন কর্মহীন মানুষের মধ্যে ১ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক উপজেলা কমপ্লেক্সে নির্মাণাধীন মডেল মসজিদ ও উপজেলার বিভিন্ন জায়গায় ভূমিহীনদের জন্য নির্মাণাধীন আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

 

এফএম/আরআর-০৫