বৃহস্পতিবার সিলেটে দ্বিতীয় ডোজ নিলেন ৫০৭৩ জন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ৩০, ২০২১
০৩:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০৩:২৭ পূর্বাহ্ন



বৃহস্পতিবার সিলেটে দ্বিতীয় ডোজ নিলেন ৫০৭৩ জন

সারাদেশের মতো সিলেটে চলছে করোনা টিকা কার্যক্রম। সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৬ এপ্রিল থেকে দেশব্যাপী প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিভাগে ৫ হাজার ৭৩ জন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সিলেট জেলায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২ হাজার ৮২১ জন। এদের মধ্যে ১ হাজার ৭১৩ জন পুরুষ এবং ১ হাজার ১০৮ জন নারী। সুনামগঞ্জে নিয়েছেন ৬৫৯ জন। এদের মধ্যে ৩৭৯ জন পুরুষ এবং ২৮০ জন নারী। হবিগঞ্জে নিয়েছেন ৬৬৫ জন। এদের মধ্যে ৪০৩ জন পুরুষ এবং ২৬২ জন নারী। আর মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৯২৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৩৯ জন পুরুষ এবং ৩৮৯ জন নারী। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৩৪০ জন। 

নগরে গতকাল বুধবার (২৮ এপ্রিল) ১ হাজার ৯৫৫ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছেন ১ হাজার ৬৩৭ জন। এর মধ্যে হাজার ৯৬২ জন পুরুষ এবং ৬৭৫ জন নারী। নগরের আরেক কেন্দ্র পুলিশ হাসপাতালে ৩১৮ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকা গ্রহণকারীদের মধ্যে ২০২ জন পুরুষ এবং ১১৬ জন নারী। 

দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর থেকে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৮ লাখ পাঁচ হাজার ৬৯৪ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট ৮৬ লাখ ২৫ হাজার ৩৫০ ডোজ টিকা দেওয়া শেষ হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনএইচ/বিএ-০৫