এক বছর পর পরিবার ফিরে পেলেন ওসমানীনগরের যুবক

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০২:৪৯ পূর্বাহ্ন



এক বছর পর পরিবার ফিরে পেলেন ওসমানীনগরের যুবক

নিখোঁজের এক বছর পর সিলেটের ওসমানীনগরের এক যুবককে সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ওই যুবককে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

জানা যায়, উপজেলার বুরুঙ্গাবাজার ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মানসিক প্রতিবন্ধী যুবক লায়েক আহমদ (২৬) প্রায় এক বছর আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েন। লায়েকের মা সুনরী বেগম ছেলে হারানোর শোকে বিছানা নেন। 

গত ১৬ এপ্রিল সাতক্ষীরার এক ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট দেখে তৎপর হয় ওসমানীনগর থানার পুলিশ। সঙ্গে সঙ্গে পূর্ব তিলাপাড়া গ্রামে লায়েক আহমদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন ওসি শ্যামল বণিক। পরে ওসমানীনগর থানার এসআই মলাই মিয়ার নেতৃত্বে একটি টিম সাতক্ষীরা সদর থানার লাভসা গ্রামের শেখ আনোয়ারুল ইসলাম আনুর বাড়ি থেকে লায়েক আহমদকে উদ্ধার করে।

শেখ আনোয়ারুল ইসলাম আনু জানান, গত ডিসেম্বর থেকে লায়েক আহমদ তার বাড়িতে ছিলেন। তিনি তাকে সন্তানের স্নেহে লালন করেছেন। অপ্রকৃতিস্থ লায়েক কখনও তার বাড়ি ভারতের রংপুরে, আবার কখনও সিলেটে বলছিলেন। সঠিক ঠিকানা না পেয়ে লায়েককে তার স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পারছিলেন না তিনি। তাই বিষয়টি জানিয়ে ফেসবুকে পোস্ট করা হয়েছিল।

লায়েক আহমদের ভাই খালেদ মিয়া বলেন, 'দীর্ঘদিন ধরে আমরা লায়েককে খুঁজে না পেয়ে নিরাশ হয়ে পড়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমার হারানো ভাইকে ফিরে পেয়েছি। এজন্য আমি ওসমানীনগর থানার ওসিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

এ প্রসঙ্গে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, 'আমাদের কাছ থেকে লায়েকের খোঁজ পেয়েও তার পরিবার আর্থিক সমস্যার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। পরে আমরা উদ্যোগ নিয়ে লায়েককে সাতক্ষীরা থেকে এনে তার পরিবারের নিকট বুঝিয়ে দিয়েছি। পবিত্র রমজান মাসে লায়েকের মা হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।'

 

ইউডি/আরআর-০৩