কানাইঘাট প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২১
০৬:০৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০৬:০৩ পূর্বাহ্ন
পবিত্র মাহে রমজান উপলক্ষে 'প্রবাসী সিলেট মুজিব সৈনিক' সংগঠনের উদ্যোগে কানাইঘাট উপজেলায় প্রায় সাড়ে ৩শ অসহায় পরিবারের মাঝে নানা প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় কানাইঘাট পৌরসভাস্থ রামিজা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটির সদস্য এবং কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে'র সভাপতি শামসুজ্জামান বাহার।
সিলেট প্রবাসী মুজিব সৈনিকের সভাপতি মো. আজিজের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিনের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী শামীম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সংগঠনের অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল খালিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক আফছার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রবাসী সিলেট মুজিব সৈনিকের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংযুক্ত আরব আমিরাত শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক আহমদ রুমেল, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী তারেক কামাল খাঁন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুক আহমদ, সৌদি আরব শাখা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, অ্যাডভোকেট আশিক উদ্দিন, পৌর ছাত্রলীগের সভাপতি রুমান আহমদন নোমান, ছাত্রলীগ নেতা এম আফতাব উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এমআর/আরআর-১২