শাবি প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২১
০৫:৫৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০৫:৫৬ পূর্বাহ্ন
করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অনলাইন আয়োজনের উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'KIN (কিন)'।
বুধবার (২৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের ওয়েব অ্যান্ড এইড সেক্রেটারি মো. শিহাব ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিন "KIN ACTION AGAINST HUNGER 3.0" এর আওতায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। এতে 'কিন স্কুল'র শিক্ষার্থীদের পরিবার ও অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
এ আয়োজনের সঠিক বাস্তবায়ন এবং পর্যাপ্ত ডোনেশন সংগ্রহের লক্ষ্যে "ROLL THE DICE TO SAVE A SMILE" প্রতিপাদ্যে কিন এর আয়োজন "KIN LUDO TOURNAMENT 2021"। এ আয়োজনে অংশগ্রহণ ফি'র সম্পূর্ণ অর্থ ব্যয় হবে কিন স্কুলের শিক্ষার্থীদের পরিবার ও সাধারণ দুস্থ মানুষের সাহায্যে।
টুর্নামেন্টটিতে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ এপ্রিল। দু'টি ক্যাটাগরিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় উভয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিকে উল্লেখিত বিকাশ কিংবা রকেট নম্বরে সর্বনিম্ন ৫০ টাকা (Singles এর জন্য) এবং ১০০ টাকা (Doubles এর জন্য)। ফি SEND MONEY করতে হবে। আর যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন, সে নম্বর এবং ট্রাঞ্জেকশন আইডি গুগল ফর্মে সাবমিট করতে হবে। টাকা পাঠানোর নম্বরগুলো হলো- বিকাশ (পারসোনাল) : ০১৭২৮৯৫৫০৫৭ ও রকেট (পারসোনাল) : ০১৮২৯১২৬৩৬৬০। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৬৪১৮৩০৯৬৯ নম্বরে।
এইচএন/আরআর-১১