মানবিক কর্মসূচী নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন নাসির উদ্দীন খান

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৮, ২০২১
১১:৫১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০২:০৮ পূর্বাহ্ন



মানবিক কর্মসূচী নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন নাসির উদ্দীন খান

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালীন সময়ে আওয়ামী লীগ ত্রাণসামগ্রী নিয়ে গরীব ও দুস্ত অসহায় মানুষের পাশে রয়েছে। কেউ যাতে খাদ্য কষ্টে না ভোগে সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মানবিক কর্মসূচী নিয়ে এগিয়ে আসা উচিত। এসময় তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যেগে ও জেলা আওয়ামী লীগের সদস্য মনজুর সাফি চৌধুরী এলিমের সহযোগিতায় বুধবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা প্রাঙ্গনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসবকথা বলেন তিনি। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক আহমদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য সাহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক আকবর আলী ফখর, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুহেল আহমদ, পৌর আওয়ামী লীগ নেতা আরিফ চৌধুরী কফি, উপজেলা আওয়ামী লীগ নেতা খুরশেদ আলম চৌধুরী রিপন , রেদওয়ান উদ্দিন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ জিলু, কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা আওয়ামী লীগ নেতা খায়রুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, লক্ষিপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাইদ আলী, বুধবারি বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মস্তাকুর রহমান, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, আওয়ামী লীগ নেতা নাজিমুল হক লস্কর, আবুল কাশেম সেবুল, হোসেন আহমদ, আবু সুফিয়ান আজম, পৌর আওয়ামী লীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী, নাদিম মাহমুদ শিপলু, যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্রলীগ নেতা ফারহান মাসউদ আফছর প্রমুখ । এসময় ৫শ দুস্ত গরীব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এফএম/বিএ-০৯