সিলেটে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৮, ২০২১
০৪:২৩ অপরাহ্ন


আপডেট : মে ২৯, ২০২১
০২:৪৩ অপরাহ্ন



সিলেটে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

সিলেটে ৬ মাত্রার ভূমিকম্প অনূভুত হয়েছে।

আজ বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২১ মিনিটে সিলেটের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। 

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের ঢেকিয়াজুলি অঞ্চলে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ২৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।

এছাড়া এই ভূমিকম্পের আফটার শকের মাত্রা ছিল ৪ দশমিক ৯ যা ঢেকিয়াজুলির ৪ কিলোমিটার উত্তরে আঘাত হানে।

অবশ্য ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’র বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আসামে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

এসময় সাধারণ মানুষ অনেকেই ঘর থেকে বের হয়ে পড়েন। ভূমিকম্প বেশ কিছু সময় স্থায়ী ছিল বলে জানান অনেকে। তবে তাৎক্ষনিক ভাবে কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি৷ 

এনএইচ/আরসি-০৫