নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৮, ২০২১
০৪:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২১
০৪:৪৭ পূর্বাহ্ন
নগরের শিবগঞ্জ থেকে ৪২০ পিস ইয়াবাসহ আটক ছানা মিয়াকে (৫৩) কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারগারে পাঠানো হয়। এর আগে সোমবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট মহানগর পুলিশ।
এসএমপির মুখপাত্র উপকমিশনার বিএমআশরাফ উল্লাহ তাহের এসব তথ্য নিশ্চিত করে জানান, ছানা মিয়া বিয়ানীবাজারের বালিঙ্গা গ্রামের বাসিন্দা। তার কাছ থেকে জব্দকৃত ইয়াবার মুল্য ২ লাখ ১০ হাজার টাকা। এসময় মাদক বিক্রির নগদ প্রায় সাড়ে ৩৭ হাজার ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে শাহপরান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিএ-১৮