বুধবার সিলেটের তিন উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যু থাকবে না

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৮, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২১
০৩:৪৮ পূর্বাহ্ন



বুধবার সিলেটের তিন উপজেলায় ৮ ঘণ্টা বিদ্যু থাকবে না

বুধবার (২৮ এপ্রিল) সিলেটের দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলার বেশিরভাগ এলাকায় ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামত কাজের জন্য 

এই তিন উপজেলার বেশিরভাগ এলাকায় বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬) পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকিং করে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ-২ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লাহ বলেন, ওসমানীনগরের কাশিকাপন সাবস্টেশন এবং বিশ্বনাথের রশিদপুর সাবস্টেশনের আওতাভুক্ত লাইনগুলোতে জরুরি মেরামত কাজের জন্য দক্ষিণ সুরমা, ওসমানীনগর ও বিশ্বনাথের বেশিরভাগ এলাকায় বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে এর আগে মেরাতম কাজ শেষ হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানান তিনি।

বিএ-১৫