বিয়ানীবাজার প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২১
০৩:৪৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২১
০৩:৪৪ পূর্বাহ্ন
সিলেট জেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদের নেতৃত্বে বিয়ানীবাজারে দরিদ্র কৃষকের ধান কেটে দিয়েছেন জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতারা। মঙ্গলবার (২৭ এপ্রিল) উপজেলার চারখাই ইউনিয়নের কৃষক ময়না মিয়ার ধান কেটে তার বাড়িতে পৌঁছে দেন তারা।
এ সময় জেলা ছাত্রলীগ নেতা জুনেদ আহমদ বলেন, 'কৃষক বাঁচলে বাঁচবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। কৃষিবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশক্রমে আমরা কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।'
জুনেদ আরও বলেন, 'আমরা কৃষকের পাশে ছিলাম, আছি, থাকবো। দেশের সকল ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও দেশের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।'
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ, সোহান আহমদ, আরিফ আহমদ, জহির রায়হান, ঈসমাইল আহমদ, মরুফ আহমদ, মারুফ আহমদ (জুনিয়র) সহ তৃণমূল ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসএ/আরআর-০৮