ওসমানীনগর প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে বিপুল পরিমাণ ভারতীয় জুতাসহ দুই ভাইকে আটক করেছে র্যাব-৯। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে তাদের ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামনি গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও সাব্বির আহম্মেদ (২৬)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দয়ামীর ইউনিয়নের চিন্তামনি গ্রামে অভিযান চালায় র্যাব -৯। এ সময় অভিযুক্তদের পরিত্যক্ত মুরগীর ফার্ম থেকে আমদানি শুল্ক ও কর ফাঁকি দেওয়া প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় স্পোর্টস সুজ জব্দ করা হয়। পরে জব্দকৃত জুতাসহ দুই ভাইকে আটক করে র্যাব।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, 'এ ব্যাপারে র্যাব-৯ এর এসআই জয়ন্ত কুমার দে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে সিলেটের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।'
ইউডি/আরআর-০৬