বিয়ানীবাজার প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২১
০২:৫৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২১
০২:৫৩ পূর্বাহ্ন
সিলেট নগরের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ানীবাজারের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নাম সাহিদা বেগম (৪৫)। বাড়ি মাথিউরা ইউনিয়নের শেখলাল এলাকায়।
সিলেটের সিভিল সার্জনের কার্যালয় থেকে করোনায় মৃত্যুর তালিকায় সাহিদা বেগমের নাম থাকার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের দায়িত্বশীলরা এ তথ্য জানিয়ে সবাইকে সচেতন ও সতর্ক হয়ে চলাচল করা এবং মাস্ক ব্যবহার করার আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, 'করোনায় মারা যাওয়া নারীর বয়স ৪৫ বছর। তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।'
বিয়ানীবাজারে করোনায় এ নিয়ে ২৯ জনের প্রাণহানি হয়েছে জানিয়ে তিনি বলেন, 'প্রতিবেশী দেশ ভারতে করোনার অস্বাভাবিক অবস্থা আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদে দেখছি। আমরা সবাই যদি এখনই সচেতন ও সতর্ক না হই, তাহলে আমাদের দেশের অবস্থাও যে কোনো সময় অস্বাভাবিক আকার ধারণ করতে পারে।' তিনি বাইরে বের হলে মাস্ক মুখে রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ করেন।
জানা গেছে, এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০৩ জন।
এসএ/আরআর-০৩