কাজীটুলা আলোচিত গৃহবধু হত্যায় গ্রেপ্তার স্বামী ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৬, ২০২১
০৯:১৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২১
০৯:১৮ অপরাহ্ন



কাজীটুলা আলোচিত গৃহবধু হত্যায় গ্রেপ্তার স্বামী ৫ দিনের রিমান্ড

সিলেট নগরের কাজীটুলা এলাকায় গৃহবধু সৈয়দা তামান্না বেগমকে হত্যার আলোচিত ঘটনায় পলাতক আসামি, নিহতের স্বামী আল মামুনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর কদমতলী থানার মুরাদপুর মাদরাসা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর আজ সিলেটের আদালতে সোপর্দ করা হয়েছে।

মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সিলেট মহানগর হাকিম ১ম আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক সাইফুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৩ নভেম্বর নগরের উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকার মেয়ে। ঘটনার পর থেকে স্বামী মামুন পলাতক ছিলেন। লাশ উদ্ধারের পর ওই রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, এতদিন পলাতক থাকলেও গতকাল রবিবার প্রযুক্তির সহায়তায় পুলিশ মামুনকে গ্রেপ্তার করে। নিহত তামান্নার সাথে বিয়ের আগেও আরেকটি বিয়ে করেছিলেন মামুন। মামুনের বিরুদ্ধে আগের স্ত্রীর দায়ের করা মামলাও রয়েছে। আগের স্ত্রীর ঘরে একটি সন্তাানও রয়েছে তার।

ওসি বলেন, গ্রেপ্তার মামুনের কাছে ঘটনার নেপথ্যে কারণ ও জড়িতদের বিষয়ে জানতে চাইবে পুলিশ। 

 

এসএইচ-০১/এএফ-০১