সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৬, ২০২১
০৩:২৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২১
০৩:২৮ পূর্বাহ্ন
সিলেটে মহানগর ছাত্রলীগের উদ্যোগে হতদরিদ্র মানুষরে মধ্যে ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। রবিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরের রিকাবীবাজারে কাজী নজরুল অডিটোরিয়ামের সামনে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিন্টু কুমার পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য রুমেল আহমদ, ফখরুল ইসলাম, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এম রশিদ আহমেদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক ইলিয়াছি দিনার, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লস্কর জুয়েল, বিলাল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক মুহাম্মদ আমির হোসেন, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য এম এ রিয়াদ, অপু দাস, জালালাবাদ থানা ছাত্রলীগের সহসভাপতি নাঈম আহমদ, সাদিক রহমান, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম মাহমুদুল হাসান সানি, তারেক আহমদ, জুবায়ের আহমেদ, মাছুম হোসাইন, জাহেদ আহমদ রাজীব, দেবাশীষ তালুকদার, রুমানুল হক রুমান, মহি উদ্দিন রাসেল, আখতারুজ্জামান ইমন, মদন মোহন কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন, শাহ মোস্তাফিজুর রহমান কামরুল, সাইদুল ইসলাম, মাহমুদুল হাসান মনির, ফাহাদ মিয়া, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আহমদ সাফি, সুব্রত দাস, শাহরিয়ার চৌধুরী, সৌরভ তরফদার, ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি অনিক দেবনাথ, নাঈম ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।
বিএ-১০