শাবি প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২১
০২:২৯ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে ৩৬৪ করোনার নমুনা পরীক্ষা করে ৪৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
রবিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও ল্যাব ইনচার্জ হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ আমরা ৩৭২জনের নমুনা গ্রহণ করেছি। সবমিলিয়ে ৩৬৪টি নমুনা পরীক্ষা করে ৪৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ৫ জন এবং মৌলভীবাজার জেলার ১০ জন রয়েছেন।
এইচএন/বিএ-০৮