শপিংমল-দোকানপাট খুললেও ক্রেতাদের সাড়া নেই

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৫, ২০২১
০৮:০০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২১
১০:১৯ অপরাহ্ন



শপিংমল-দোকানপাট খুললেও ক্রেতাদের সাড়া নেই

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী চলা 'কঠোর' লকডাউনের মধ্যে আজ রবিবার (২৫ এপ্রিল) থেকে খুলে দেওয়া হয়েছে শপিংমল ও বিপনীবিতান। তবে খুলে দেওয়া হলেও সিলেটের মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি নেই বললেই চলে। তবে ব্যবসায়ীদের আশা আগামী কয়েকদিনের মধ্যেই ক্রেতা সংখ্যা বাড়বে। 

আজ দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট নগরের হাসান মার্কেট, শুকরিয়া মার্কেট, ব্লু ওয়াটার শপিং সেন্টার, কাজী ম্যানসন, আল-হামরা ঘুরে দেখা গেছে মার্কেটগুলোতে দোকান খুলে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। মার্কেটগুলোর প্রবেশপথে ক্রেতাদের মাস্ক পরতে বলা হচ্ছে। তবে অধিকাংশ মার্কেটের প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা চোখে পড়েনি। পাশাপাশি ক্রেতা এবং বিক্রেতার অনেকের মধ্যে মাস্ক ব্যবহারেও অনীহা দেখা গেছে।

প্রথম দিনে ক্রেতাশূন্য সিলেট নগরের শপিংমল ও বিপণীবিতানগুলো। ছবি : সিলেট মিরর

 

প্রথম দিনে নগরের মার্কেটেগুলো ঘুরে ক্রেতাদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি৷ বেশিরভাগ মার্কেটই ছিল অনেকটা ক্রেতাশূন্য। যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেছে মূলত ভিড় এড়াতেই তারা আজকের দিনকে বেছে নিয়েছেন। নগরের ব্লু ওয়াটার শপিং সিটিতে বাজার করতে আসা আসমা খান বলেন, 'প্রথম দিকে ভিড় কম থাকবে, তাই চলে এসেছি। খালি থাকায় স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে পারছি।'

বিক্রেতারা মনে করছেন আগামী কয়েকদিনে মার্কেট জমে উঠবে। নগরের হাসান মার্কেটের ব্যবসায়ী খালেদ হোসেন বলেন, 'প্রথম দিন বলেই হয়ত মানুষজন কম আসছেন। তবে স্বাভাবিক সময়ে রোজার এই সময়ে ভিড় থাকে। আশা করি কয়েকদিন গেলে ক্রেতা বাড়বে। '

করোনার সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে গত ১৪ই এপ্রিল থেকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সব ধরনের সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি গণপরিবহন, শপিংমল, দোকানপাট বন্ধের নির্দেশ দেয়া হয়। কিন্তু মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে শপিং মল ও দোকানপাট খুলে দেওয়ার বিশেষ ঘোষণা আসে সরকারের তরফে। ২৩শে এপ্রিল এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এনএইচ-০১/বিএ-০৭