সাস্ট সাহিত্য সংসদের নেতৃত্বে শুভদ্বীপ ও মাসুক

শাবি প্রতিনিধি


এপ্রিল ২৫, ২০২১
০৫:৩৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০৫:৩৯ পূর্বাহ্ন



সাস্ট সাহিত্য সংসদের নেতৃত্বে শুভদ্বীপ ও মাসুক

সভাপতি ও সাধারণ সম্পাদক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বই, সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চাবিষয়ক বিষয়ক সংগঠন 'সাস্ট সাহিত্য সংসদ'র ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) অনলাইনে এক জরুরি সভায় ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শুভদ্বীপ বিশ্বাস তূর্য এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মাসুক আহাম্মদকে মনোনীত করা হয়েছে।

এছাড়া কমিটিতে সহ-সভাপতি আশিকুর রহমান বিশাল, হামিদা আখতার, কোষাধ্যক্ষ সুলতানা আক্তার লুবনা, সহ-কোষাধ্যক্ষ মো. রুভিয়ান রহমান শান, আল-আমিন শাওন, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ, আবদুল্লাহ হারিস পাশা, সাংগঠনিক সম্পাদক শুভ ধর, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাফরুল হাসান, তামান্না ইসলাম তিথি, দপ্তর সম্পাদক হামজা মোহাম্মাদ, যুগ্ম-দপ্তর সম্পাদক প্রসেনজিৎ ধর, সহ-দপ্তর সম্পাদক সুমাইয়া আক্তার, সানজানা হোসেন সিনথি, প্রকাশনা সম্পাদক সামিরা ফারজানা, যুগ্ম-প্রকাশনা সম্পাদক শাহরিয়ার পল্লব, সহ-প্রকাশনা সম্পাদক চৌধুরী আনিকা ফারাজানা, আদিবা রহমান, প্রচার সম্পাদক সাদমান জামান নাভিদ, যুগ্ম-প্রচার সম্পাদক ফাহিম সাদমান, সহ-প্রচার সম্পাদক দীপু রায় এবং গবেষণা সম্পাদক হিসেবে ফয়জুর রহমান মনোনীত হয়েছেন।

 

এইচএন/আরআর-১০