সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৫, ২০২১
০৩:২৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০৩:২৩ পূর্বাহ্ন
করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সীমিত পরিসরে চলছে সকল কাজ। এই সময়ে 'সীমিত পরিসরে বিয়ে' করে ফেঁসে গেলেন নাটকের পরিচিত দুই মুখ শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ।
কিছুদিন আগে 'সীমিত পরিসরে বিয়ে' শিরোনামে একটি নাটকে অভিনয় করেন তারা। নাটকটিতে অভিনয় করার কথা শামীম নিজেই ফেসবুকে জানান।
পরে শামীম হাসান জানান, ওই নাটকের পোস্টের পর অনেকেই আসল বিয়ে ভেবে শুভ কামনা জানিয়েছেন।
নাটকটিতে অভিনয়ের রেশ কাটতে না কাটতেই সারিকাকে নিয়ে নতুন একটি নাটকে অভিনয় করলেন তিনি। এবারের নাটকের নাম 'ফাঁইস্যা গেছি'। এই নাটকের পরিচালক সৌমিত্র ঘোষ ইমন। এবারের নাটকেও শামীমের বিপরীতে অভিনয় করেছেন সারিকা সাবাহ।
সম্প্রতি নাটকটির একটি ছবি ফেসবুকে পোস্ট করার পর কমেন্ট বক্সে অনেকে 'শামীম-সারিকা ফাইসা গেলেন' বলে মন্তব্য করেন।
এই নাটকটিও ঈদে প্রচার হবে বলে জানিছেন শামীম। সেই সঙ্গে জানিয়েছেন আগের নাটকটির সঙ্গে এই নাটকের নামকরণে ধারাবাহিকতা রক্ষা হয়েছে। ফলে অনেকে আমাকে শুভ কামনা জানাচ্ছেন। বিষয়টিতে তিনিও মজা পাচ্ছেন।
নাটকে শামীম বারবার বিয়ে করছেন। কিন্তু বাস্তব জীবনে এখনও সিঙ্গেল তিনি। বিয়ে করবেন কবে- প্রশ্ন করলে শামীম হাসান বলেন, 'বিয়ে এখনই করছি না। কবে করছি সেটাও বলতে পারছি না। তবে ভাগ্যে যখন বিয়ে আছে তখনই হবে।'
বিএ-১০