ওসমানীনগর প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৫, ২০২১
০২:১৮ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগরে ট্রাকচালক মুজিবুর রহমান হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ট্রাকের চালকের সহকারী (হেলপার) শুকুর আলীকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুকুর আলী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার জাইতর বালা গ্রামের মৃত জাফর আলীর ছেলে।
শুক্রবার (২৪ এপ্রিল) তাকে সিলেটের বিজ্ঞ বিচারক অঞ্জনকান্তি দাসের আদালতে সোপর্দ করলে তিনি ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
গত ২৪ মার্চ সকাল ১১টার দিকে ওসমানীনগর থানার গোয়ালাবাজারে পাথরবোঝাই একটি ট্রাকের কেবিন থেকে চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম মুজিবুর রহমান (৪০)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আলীচর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
পরদিন ২৫ মার্চ নিহত চালকের ভাই স্বপন মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সিলেট জেলা গোয়েন্দা শাখা ও ওসমানীনগর থানা পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টিম মামলার রহস্য উদঘাটনে তথ্যপ্রযুক্তির সহায়তায় একাধিক স্থানে অভিযান চালায়। একপর্যায়ে ঘটনার একমাত্র আসামি ট্রাকের হেলপার শুভর অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার সময় আসামির হেফাজত থেকে ভিকটিমের মোবাইল ফোনসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, গত জানুয়ারি মাসে ট্রাকচালক মুজিবুর রহমানের সঙ্গে চুক্তিভিত্তিক হেলপার হিসেবে যোগ দেন শুকুর। নিয়মিত টাকা পরিশোধ না করার ক্ষোভে গত ২৩ মার্চ সিলেট থেকে পাথরবোঝাই করে নারায়ণগঞ্জে যাওয়ার পথে রাত ২টার দিকে গোয়ালাবাজারে চালক কেবিনের ভেতরে ঘুমিয়ে যান। এ সুযোগে হেলপার শুভ হুইল রেঞ্জ দিয়ে ঘুমন্ত চালক মুজিবুর রহমানের মাথায় এবং চাকু দিয়ে মুখ ও গলায় একাধিক আঘাত করে পালিয়ে যায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, 'সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশনা ও গভীর পর্যবেক্ষণে ট্রাকচালক মুজিবুর রহমান হত্যাকাণ্ডের আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হয়। শুক্রবার আসামি শুকুর আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন।'
ইউডি/আরআর-০১