সিলেটের বিমানবন্দর এলাকা থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৪, ২০২১
০৭:২৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০৭:২৮ অপরাহ্ন



সিলেটের বিমানবন্দর এলাকা থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিলেটের বিমানবন্দর এলাকা থেকে বিমানবন্দর এলাকা থেকে রমজান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করে।

শনিবার (২৪ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তাকে তারাপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রমজান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার ইব্রাহিমপুর গ্রামের নাছির আলীর ছেলে। বর্তমানে সে বিমানবন্দর থানার জাহাঙ্গীরনগর বাবুল মিয়ার কলোনিতে বসবাস করে আসছে।

এদিকে আজ শনিবার দুপুরে পুলিশ রমজানকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ রমজান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিএ-০৩