ফেঞ্চুগঞ্জে সাড়া কম, এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪১৮১ জন

শহীদ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ


এপ্রিল ২৪, ২০২১
১০:৩৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০৭:৫৯ অপরাহ্ন



ফেঞ্চুগঞ্জে সাড়া কম, এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪১৮১ জন
চলছে প্রথম ডোজও

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় প্রথম ধাপে আসা ৬ হাজার ১০০ ডোজ টিকা প্রয়োগ এখনও সম্পন্ন হয়নি। উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রচেষ্ঠায় এ পর্যন্ত ৪ হাজার ১৮১ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া সম্ভব হয়েছে। এর মধ্যে আজ শনিবার (২৪ এপ্রিল) প্রথম ডোজ নিয়েছেন ৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৬২ জন।

জানা গেছে, সারাদেশের সঙ্গে সিলেটের ফেঞ্চুগঞ্জেও গত ৭ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। এর আগে ভ্যাকসিন প্রদানের দায়িত্বপ্রাপ্ত  স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম ধাপে ৬ হাজার ১০০ ডোজ আসে। কিন্তু দুই মাসেও তা প্রয়োগ সম্ভব হয়নি। 

উপজেলা হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, প্রথম ডোজ গ্রহণে ব্যাপক আগ্রহ না থাকায় বেশ কিছু ভ্যাকসিন ফিরত পাঠানো হয়। এর মধ্য চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় ডোজ প্রদান চলছে। তাতে ও ব্যাপক সাড়া মিলছে না। আজ (শনিবার) পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন মাত্র ১ হাজার ১৩৫ জন। পাশাপাশি প্রথম ডোজের টিকা প্রদানও চলছে। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে আড়াই মাসে ভ্যাকসিন নিয়েছেন ৪ হাজার ১৮১ জন।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. কামরুজ্জামান বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী টিকা গ্রহণকারীরা এখনও আসেনি। টিকা গ্রহণে মানুষের কোনো আগ্রহ নেই ‘ প্রচার প্রচারণা করেও টিকা গ্রহণকারী বাড়ানো যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, ‘গ্রহণকারীর এ সংখ্যা সন্তোষজনক নয়।’

 

এএফ/০১