শট সার্কিট থেকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল মেয়র পরিবার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৪, ২০২১
০২:৫৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০২:৫৭ পূর্বাহ্ন



শট সার্কিট থেকে আগুন, অল্পের জন্য রক্ষা পেল মেয়র পরিবার

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসার লোকজন সঙ্গে সঙ্গে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

সিসিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (২৩ এপ্রিল) বেলা ২ টার দিকে মেয়রের কুমারপাড়াস্থ বাসায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যুতের একটি বোর্ড জ্বলে যায়। ওই কক্ষে থাকতেন মেয়র আরিফের ছোট মেয়ে নাইফা। তিনি বিষয়টি দেখার সঙ্গে সঙ্গে বাসার মেইন সুইচ বন্ধ করে দেন। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় মেয়র পরিবার। তবে এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বাসায় ছিলেন না।

এ বিষয়ে সিসিকের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস সিলেট মিররকে বলেন, ‘বাসার একটি পুরাতন এসির বোর্ড থেকে শর্ট সার্কিট হয়। বাসায় লোকজন থাকায় তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।'

তিনি আরও বলেন, যদি তাৎক্ষণিকভাবে এটা নিয়ন্ত্রণ করা না যেত তবে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

 

এনএইচ-০২/এএফ-০৫