লকডাউন আর বাড়ানো হচ্ছে না

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০২:৪১ পূর্বাহ্ন



লকডাউন আর বাড়ানো হচ্ছে না

করোনার দ্বিতীয় ঢেউ থামাতে চলমান সর্বাত্মক লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ২৮ এপ্রিল মধ্যরাতে। এরপর আর লকডাউনের মেয়াদ বাড়ানো হচ্ছে না বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে চলাচলে আগের মতো স্বাস্থ্যবিধি মানতে হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ২৮ এপ্রিল থেকে সবকিছুই শিথিল হতে শুরু করবে। তবে একটা শর্ত থাকবে- শারিরীক দূরত্ব মেনে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা এখনও কিন্তু এর (করোনাভাইরাস সংক্রমণ) মধ্যে আছি।

প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, লকডাউনের মধ্যে কঠোর বিধিনিষেধ থাকায় সংক্রমণের হার ও মৃত্যু কমে আসবে। তারপরেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প থাকবে না বলে মনে করেন তিনি।

ফরহাদ হোসেন বলেন, মাস্ক ছাড়া কাউকে দেখা গেলে সবাইকে মনে করতে হবে, ওই লোকটি সকলের জন্য ঝুঁকি। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের দায়িত্ব আছে। এক হচ্ছে, তাকে সার্ভিস দেওয়া যাবে না। দুই হচ্ছে, তাকে আশেপাশের সকলে বলবে, আপনি মাস্ক পরেন।

এদিকে শুক্রবার মন্ত্রিপরিষদ থেকে এক প্রজ্ঞাপনে সাধারণ মানুষের জীবন-জীবিকার প্রয়োজনে আগামী রবিবার থেকে শপিং মল ও দোকান-পাট খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

ঈদকে সামনে রেখে দেশের অর্থনীতি সচল রাখতে, নিম্ন আয়ের মানুষ জীবন-জীবিকা, সব দিক বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জন প্রশাসন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, আমরা চেয়েছিলাম, ২৮ এপ্রিল পর্যন্ত এটা চলমান থাকুক। কিন্তু আমরা দেখলাম যে, এখানে যারা আছেন- দোকানপাট ও শপিংমলগুলোতে যারা কাজকর্ম করছেন, তাদের সামনে ঈদ। তাদের যে ইনভেস্টমেন্ট- সবকিছু মিলিয়ে তাদের যে মানবিক আবেদন, সবকিছু চিন্তা করেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

শপিংমল ও দোকানপাট যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে জানিয়ে ফরহাদ হোসেন বলেন, এখানে শর্ত থাকবে যে, তারা যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, সেটা তারা শতভাগ মেনে চলবে।

বিএ-১০