শামসুদ্দিনে করোনায় মারা গেলেন বাগবাড়ির বৃদ্ধ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৩, ২০২১
১১:৪৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২১
১১:৪৮ অপরাহ্ন



শামসুদ্দিনে করোনায় মারা গেলেন বাগবাড়ির বৃদ্ধ

- ফাইল ছবি

সিলেট করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে নগরের বাগবাড়ি এলাকার একজনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেন।

বেলা ৫ টায়  এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে ৯০ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ৫১ জনের করোনা পজিটিভ ও বাকি ৩৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

 

এনএইচ-০১/এএফ-০৩