শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৩, ২০২১
০৩:৫১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৩:৫৩ পূর্বাহ্ন



শামসুদ্দিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

- ফাইল ছবি

সিলেটে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি সুনামগঞ্জ জেলায়৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় বিষয়টি নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, 'মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের বেশ কিছু উপসর্গ ছিল। তবে তার আরটি পিসিআর ল্যাবে নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু সিটিস্ক্যানসহ অন্যান্য পরীক্ষার রিপোর্ট দেখে তার শরীরের করোনার উপস্থিত রয়েছে বলে আমাদের মনে হয়েছে।'

রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে ৮৬ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ৫১ জনের করোনা পজিটিভ ও বাকি ৩৫ জন করোনার সাসপেক্টেড।

 

এনএইচ-০২/এএফ-০৫