জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৩, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন



জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ডা. সাজিদুল ইসলাম রাব্বি, ডা. সৈয়দা মুয়াজ্জিমা, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, ইসলামিক ফাউণ্ডেশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সুপারভাইজার আবদুল কাইয়ুম, সূচনা প্রকল্পের উপজেলা নিউট্রিশন অফিসার এনামুল হক, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর প্রমুখ।

'খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন' স্লোগানকে সামনে রেখে ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১ অনুষ্ঠিত হবে। সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে মসজিদে জুমার নামাজের খুতবার সময় পুষ্টিবার্তা উপস্থাপন, দ্বিতীয় দিনে ২ বছরের সকল শিশুর ওজন, উচ্চতা, মুয়াক পরিমাপ (জিএমপি) করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা এবং গর্ভবতী নারী ও কিশোরীদের পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান, তৃতীয় দিনে বয়স্ক ও মুক্তিযোদ্ধাদের চেকআপ ব্লাড প্রেশার মাপা এবং রক্তে গ্লুকোজের মাত্রা নির্ণয় করা হবে, চতুর্থ দিনে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান, পঞ্চম ও ষষ্ঠ দিনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ এবং সকল ইউনিয়নে পুষ্টি বিষয়ক মাইকিংয়ের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে। সপ্তম দিন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হবে।

 

এফএম/আরআর-০৭