শাবি প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২১
০২:৩১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০২:৩১ পূর্বাহ্ন
করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও দুর্বিষহ জনজীবন। এ অবস্থায় মহামারি পরিস্থিতি বিবেচনা করে ‘কিন স্কুল’র শিশুদের ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সংগঠনের পক্ষ হতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের বিষয়টি জানানো হয়। KIN ACTION AGAINST HUNGER 3.0’ প্রোগ্রামের আওতায় ‘কিন স্কুল’ ও সুবিধাবঞ্চিত মানুষদের সহযোগিতা করার উদ্দেশে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতবছর করোনা মহামারির প্রকোপের মাঝেই কিন স্কুলের শিক্ষার্থী ও দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ‘KIN ACTION AGAINST HUNGER: Help the children of KIN School overcome COVID-19 effects’ এবং ‘KIN ACTION AGAINST HUNGER 2.0’ প্রোগ্রাম দু'টি আয়োজন করে ‘কিন’। প্রোগ্রামগুলোর মাধ্যমে দেশজুড়ে মোট ৫৯৪টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কিন'র স্বেচ্ছাসেবীরা।
এ উদ্যোগে সাহায্য পাঠানো যাবে বিকাশ: ০১৭২৮৯৫৫০৫৭, রকেট: ০১৮২৯১২৬৩৬৬০, DBBL একাউন্ট : AROVIN AL NAYEM, A/C no: ২০১১০৫০০১২১৭৫ নম্বরে। আর যেকোনো প্রয়োজনে কথা বলা যাবে ০১৬৪১৮৩০৯৬৯ নম্বরে।
এইচএন/আরআর-০২