স্বাস্থ্যবিধি নিশ্চিতে নগরে অভিযান, জরিমানা, স্যানিটাইজার উপহার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২২, ২০২১
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২১
১১:২৪ অপরাহ্ন



স্বাস্থ্যবিধি নিশ্চিতে নগরে অভিযান, জরিমানা, স্যানিটাইজার উপহার

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে সিলেট নগরে অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় মুদি দোকানিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাস্ক পরায় জনসাধারণের মদ্যে হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের আম্বরখানা এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী।

অভিযানে, মাস্ক না পরায় আম্বরখানা এলাকার একটি মুদি দোকানের বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়৷ একই সঙ্গে মাস্ক পরা জনসাধারণের মাঝে এসময় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজ নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

 

এনএইচ-০১/এএফ-০১