সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২০, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২১
০৯:৪৮ অপরাহ্ন
বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত বেশ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার জানা গেলো সুখবর, তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এমন তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার মেয়ে নাতাশা হায়াত।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আব্বার রিপোর্ট নেগেটিভ এসছে। এখন সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।
এর আগে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন আবুল হায়াত। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।
৭৬ বছর বয়সী এই অভিনেতা ১৯৬৯ সাল থেকে অভিনয় করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত কাজ তিনি উপহার দিয়েছেন।নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’, ‘স্ফুলিঙ্গ’-সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।
বি এন -০৬