নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২১
০৩:৫৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২১
০৩:৫৫ পূর্বাহ্ন
নগরের সুবিদবাজার থেকে ৪১ মামলার আসামি নাবিল রাজা চৌধুরীসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৮ এপ্রিল) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নাবিল রাজা চৌধুরী (৩০), মো. জামিল বক্স (৩০) ও মো. তানজিন খান (৩৫)।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, নাবিল রাজা চৌধুরীর নামে মহানগরের বিভিন্ন থানায় অস্ত্র, বিষ্ফোরক, মাদক, পুলিশ এসল্ট, ছিনতাই, খুন, ধর্ষণসহ ৪১টি মামলা বিচারধীন রয়েছে বলে জানা পুলিশ। অন্যান্য আসামীদের নামেও একাধিক মামলা আছে।
নাবিল রাজা নগরের জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ও মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। অপর দুই আসামি জামিল আখালিয়া পূর্বাশা আবাসিক এলাকার ও তানজিন বনকলাপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। যার নম্বর-২৭, তারিখ-১৯/০৪/২০২১খ্রিস্টাব্দ। সোমবার (১৯ এপ্রিল) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
বিএ-১০