নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২১
০৩:১৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন
সিলেট জেলার কানাইঘাটে পাওনা টাকা না দেওয়ায় ফয়েজ আহমদ নামের এক যুবককে রড দিয়ে মারধরের অভিযাগ পাওয়া গেছে। এঘটনায় গতকাল রবিবার (১৮ এপ্রিল) তার বাবা মাওলানা হোসেন আহমদ ৩ জনের নাম উল্লেখ করে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্র সূত্রে জানা যায়, চাকরি করার সুবাদে ভিকটিম ফয়েজ আহমদের কাছে অভিযুক্ত এনামুল হকের ৭০ হাজার টাকা পাওনা রয়েছে। যথাসময়ে টাকা না দিতে পারায় এনামুল হক ফয়েজ আহমদের বাবা মাওলানা হোসেন আহমদকে বিষয়টি অবহিত করেন। এসময় মাওলানা হোসেন আহমদ টাকা পরিশোধ করবেন বলে তাকে আশ্বস্ত করেন। গত রবিবার দুপুর ১২টার দিকে ভিকটিম ফয়েজ কানাইঘাটের মাদানীনগর নামক স্থানে পৌঁছালে অভিযুক্তদের ব্যবসা প্রতিষ্ঠান নয়াতালুক এলাকার ইরাম ট্রেডিং এ নিয়ে যান জাকারিয়া ও সুধারঞ্জন তালুকদারসহ আরও দুই অভিযুক্ত। এসময় এনামুল হক পাওনা টাকা চাইলে ফয়েজ আহমদ তা পরবর্তীতে পরিশোধ করবেন বলে জানান। একসময় কথা কাটাকাটির জের ধরে এনামুল হক তাকে রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে সন্ধ্যার দিকে বিষয়টি জানতে পেরে ভিকটিমের বাবা অভিযুক্তদের ১০ হাজার টাকা দিয়ে ফয়েজ আহমদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এনএইচ/বিএ-০৭